নওয়াজ়ের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হল পাক প্রধানমন্ত্রী শাহবাজ়ের নির্দেশে। ফাইল চিত্র।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই দাদা নওয়াজ় শরিফকে ‘নিরাপদে’ দেশে ফেরাতে তৎপর হয়েছিলেন ভাই শাহবাজ়। শেষ পর্যন্ত সেই চেষ্টা ফলপ্রসূ হল। শুক্রবার পাকিস্তান বিদেশ দফতরের তরফে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ (এন) প্রধান নওয়াজ়ের ‘কুটনৈতিক পাসপোর্ট’ পুনর্নবীকরণ করা হয়েছে। ওই পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছিল ইমরান খানের জমানায়।
সরকারি সূত্রে খবর, গত এপ্রিলে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরেই শাহবাজ় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন পাক বিদেশ দফতরকে। এর পর পাক বিদেশ দফতরের তরফে লন্ডনের পাক হাই কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী পাঁচ বছর ওই কূটনৈতিক পাসপোর্টের সাহায্যে পাকিস্তানে আসতে, থাকতে এবং পাকিস্তান থেকে অন্য দেশে যেতে পারবেন একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত নওয়াজ়।
প্রসঙ্গত, পানামা নথি ফাঁসের পর ২০১৭ সালে দুর্নীতি এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন আদালত নওয়াজ়কে ১০ বছরের জেলের সাজা দিয়েছিল। জেলে যেতে হয় তাঁকে। পাক সুপ্রিম কোর্টও সে রায় বহাল রাখে। ২০১৯-এ চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতাকে লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছিল পাক আদালত। কিন্তু লন্ডনে গিয়ে নওয়াজ় আর ফেরেননি।