এ যেন রোবো-রাঁধুনি। খাদ্য প্রযুক্তিতেও চলে এসেছে রোবোটিকস। মাত্র আধ ঘণ্টায় ৬০০টি চিজ টার্ট তৈরি করে দেবে এই রোবোট। খাদ্য প্রযুক্তি নিয়ে মঙ্গলবার থেকে টোকিওয় শুরু হয়েছে বিশ্বের সব চেয়ে বড় প্রদর্শনী ‘ফুমা’। সেখানেই দেখানো হয়েছে এই যন্ত্র।
Advertisement
তথ্য ও ছবি: শিলাদিত্য চৌধুরী
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০২:৩৫
Share:
এ যেন রোবো-রাঁধুনি। খাদ্য প্রযুক্তিতেও চলে এসেছে রোবোটিকস। মাত্র আধ ঘণ্টায় ৬০০টি চিজ টার্ট তৈরি করে দেবে এই রোবোট। খাদ্য প্রযুক্তি নিয়ে মঙ্গলবার থেকে টোকিওয় শুরু হয়েছে বিশ্বের সব চেয়ে বড় প্রদর্শনী ‘ফুমা’। সেখানেই দেখানো হয়েছে এই যন্ত্র।