বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বৃহস্পতিবার। বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন আনুষ্ঠানিক ভাবে তাঁকে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে মন্ত্রিসভা গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে সরকারি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাংলাদেশ জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনে বিপুল জয়ের পরে বুধবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করত বঙ্গভবনে যান হাসিনা। সেখানে দু’জনের সংক্ষিপ্ত বৈঠকও হয়। এর পরেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্য দিকে, বুধবার থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদেশ শপথ শুরু হয়েছে জাতীয় সংসদ ভবনে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বাদ পড়েছেন ১৫ জন পূর্ণমন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী এবং দু’জন উপমন্ত্রীর নাম। প্রকাশিত তালিকা জানাচ্ছে, অর্থমন্ত্রী এ মুস্তাফা কামাল, বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী মহম্মদ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের মতো প্রভাবশালী নেতা বাদ পড়ছেন এ বার।