Sunita Williams Return

সুনীতাদের ফেরার দিন আরও এগোল! বাহন যানের উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করল নাসা

এত দিন ঠিক ছিল, সুনীতাদের আনতে মহাকাশে যাবে যে যান, তার উৎক্ষেপণ হবে মার্চের শেষ দিকে। কিন্তু উৎক্ষেপণের দিন এগিয়ে আনা হয়েছে। নতুন তারিখ ঘোষণা করেছে নাসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৪
Share:
মহাকাশে আটকে নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।

মহাকাশে আটকে নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। —ফাইল চিত্র।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিন আরও এগিয়ে এল। যে মহাকাশযানে করে তাঁদের নিয়ে আসা হবে, তার উৎক্ষেপণের তারিখ ঘোষণা করেছে নাসা। এর আগে ঠিক ছিল, মার্চের ২৫ তারিখ সুনীতাদের আনতে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে ক্রিউ-১০ মহাকাশযান। কিন্তু মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তারা ক্রিউ-১০-এর উৎক্ষেপণের তারিখ আরও এগিয়ে এনেছে। ১২ মার্চ ওই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। আপাতত সেই লক্ষ্য ধরেই এগোচ্ছে নাসা।

Advertisement

তবে নাসার তরফে এ-ও জানানো হয়েছে, ক্রিউ-১০ মিশন উৎক্ষেপণের আগে সামান্য কিছু কাজ বাকি আছে। মহাকাশে যাওয়ার জন্য যে ওই মহাকাশযান প্রস্তুত, তার শংসাপত্র পাওয়া বাকি। এজেন্সির কাছ থেকে সেই শংসাপত্র ১২ মার্চের আগেই আদায় করার চেষ্টা চলছে।

বর্তমানে সুনীতারা রয়েছেন ক্রিউ-৯ মহাকাশযানে। সুনীতা, বুচ ছাড়াও তাতে আছেন নাসার নভশ্চর নিক হগ এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের নভশ্চর আলেকজ়ান্ডার গরবুনভ। ক্রিউ-১০ মহাকাশে পৌঁছলে ক্রিউ-৯ থেকে এই চার মহাকাশচারী নতুন মহাকাশযানে উঠবেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে ক্রিউ-১০।

Advertisement

ক্রিউ-১০ মহাকাশযান অবশ্য ফাঁকা অবস্থায় মহাকাশে যাবে না। তাতে থাকবেন আরও চার জন নভশ্চর। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ ক্রিউ-১০-এ মহাকাশে যাবেন।

গত বছরের জুন মাসে মাত্র আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই মহাকাশযানে আর ফিরতে পারেননি তাঁরা। প্রায় আট মাস ধরে সুনীতারা মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে আছেন। কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনীতাদের ফিরিয়ে আনার বিষয়টি দেখতে নির্দেশ দেন স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ককে। তার পরেই ক্রিউ-১০-এর উৎক্ষেপণের দিন এগিয়ে আনা হল বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement