প্রিন্সের মৃত্যুতে এখনও ধোঁয়াশা

প্রয়াত পপ তারকা ‘প্রিন্স’ রজার্স নেলসনের নামে একটি স্কুল গড়তে চান তাঁর প্রাক্তন স্ত্রী ম্যানুয়েলা টেস্টোলিনি। শনিবার এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মিনেসোটার পেসলি পার্কে নিজের রেকর্ডিং স্টুডিওর লিফ্‌টে উদ্ধার হয় প্রিন্সের দেহ। পুলিশ জানিয়েছে, পপ তারকার দেহে কোনও নির্যাতনের চিহ্ন মেলেনি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০৩:১০
Share:

ছবি: এএফপি।

প্রয়াত পপ তারকা ‘প্রিন্স’ রজার্স নেলসনের নামে একটি স্কুল গড়তে চান তাঁর প্রাক্তন স্ত্রী ম্যানুয়েলা টেস্টোলিনি। শনিবার এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মিনেসোটার পেসলি পার্কে নিজের রেকর্ডিং স্টুডিওর লিফ্‌টে উদ্ধার হয় প্রিন্সের দেহ। পুলিশ জানিয়েছে, পপ তারকার দেহে কোনও নির্যাতনের চিহ্ন মেলেনি। প্রিন্স আত্মহত্যা করেছেন, এমন কোনও সূত্র মেলেনি বলেও জানিয়েছে পুলিশ। তাই ময়না-তদন্তের রিপোর্ট এলেই প্রিন্সের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না হলেও বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন প্রিন্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement