মায়ানমারে হই হই করে জিততে চলেছে আউং সান সু চি’র দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ বা এনএলডি। ২৫ বছর পর মায়ানমারে প্রথম অবাধ সাধারণ নির্বাচনে কার্যত ধরাশায়ী হয়েছে শাসক দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ বা ইউএসডিপি।
হার স্বীকার করে নিয়ে শাসক দলের নেতা হাতায়ে ও সাংবাদিকদের বলেছেন, ‘‘ভাবিনি, এই ভাবে আমরা হেরে যাব। আমরা মানুষের জন্য অনেক কিছু করেছিলাম। তবে জনগণের রায় আমরা মেনে নিচ্ছি। পরাজয়ের কারণ এখন আমাদের ভাল করে খতিয়ে দেখতে হবে।’’