লস্করকে দেশপ্রেমী বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ছবি: সংগৃহীত।
দিন কয়েক আগে বলেছিলেন তিনি লস্কর-ই-তৈবার খুব বড় সমর্থক। পাশাপাশি, জামাত-উদ-দাওয়ার প্রতিও নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। আর এ বার আরও এক কদম এ গিয়ে এই দুই জঙ্গি সংগঠনকে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করলেন তিনি।
শুধু এই দুই জঙ্গি সংগঠনকে দেশপ্রেমী বলেই ক্ষান্ত হননি প্রাক্তন পাক প্রেসিডেন্ট। পাকিস্তানের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এই দুই সংগঠনের জোট গড়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এ কাজে দরকারে হস্তক্ষেপ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি।
লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়ার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে মুশারফের দাবি, লস্করও তাঁকে পছন্দ।
আরও পড়ুন: ‘আমি লস্করের সমর্থক, হাফিজ আমার বন্ধু’
আরও পড়ুন: পাকিস্তানের গির্জায় আত্মঘাতী জঙ্গি হামলা, হত অন্ততপক্ষে ৮
রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় রয়েছে হাফিজ সইদের নাম। মার্কিন যুক্তরাষ্ট্র সইদের মাথার দাম ঘোষণা করেছে এক কোটি মার্কিন ডলার। কিন্তু মুশারফের দাবি, মুম্বই হামলায় কোনও ভাবেই জড়িত ছিলেন না সইদ। কারণ? মুশারফের দাবি, বিষয়টি সইদ নিজে অস্বীকার করেছেন। মুশারফের কথায়, ‘‘আমি খোলামেলা এবং মধ্যপন্থী। তার মানে এই নয়, আমি সমস্ত ধর্মীয় নেতাদের বিরুদ্ধে।’’