MOAB

৩৬ নয়, মোআবের আঘাতে হত ৯০ জন আইএস জঙ্গি

সংখ্যাটা প্রায় তিন গুণ বেড়ে গেল। আফগানিস্তানের নানগড়হরের মুখপাত্র জানিয়ে দিলেন, মোআবের হানায় মৃত্যু হয়েছে ৯০ জন আইএস জঙ্গির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ১৫:২৩
Share:

সেই দানবীয় বিস্ফোরণ।

সংখ্যাটা প্রায় তিন গুণ বেড়ে গেল। আফগানিস্তানের নানগড়হরের মুখপাত্র জানিয়ে দিলেন, মোআবের হানায় মৃত্যু হয়েছে ৯০ জন আইএস জঙ্গির।

Advertisement

বৃহস্পতিবার নানগড়হরের অচিন জেলায় ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা মাদার অব অল বম্বস (মোআব) ফেলেছে আমেরিকা। তারপর আফগানিস্তানের তরফে জানানো হয়েছিল, এর ফলে গুহার ভিতরে ঘাঁটি গেড়ে থাকা ৩৬ জন আইএস জঙ্গি মারা গিয়েছে। শনিবার তা সংশোধন করে নানগড়হরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগয়ানি জানালেন, এখনও পর্যন্ত মোট ৯০ জন আইএস জঙ্গি মারা গিয়েছে এই দানব-বোমার আঘাতে। প্রথমে অচিন জেলা প্রশাসক ইসমাইল শিনওয়ারি ৯২ জন আইএস জঙ্গি মারা গিয়েছে বলে জানিয়েছিলেন। পরে সংখ্যাটা ৯০ বলে জানানো হয়।

অজস্র গুহা এবং সুড়ঙ্গকে হাতিয়ার করেই পাক-আফগান সীমান্তবর্তী অচিন জেলাকে নিজেদের স্বর্গরাজ্য বানিয়ে তুলেছিল আইএস। দীর্ঘ দিন ধরেই মার্কিন ও আফগান বাহিনী সেখানে যৌথ অভিযান চালাচ্ছিল।

Advertisement

আরও পড়ুন: ‘মা’র সাফল্যে খুশি আমেরিকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement