গাড়িতে আটকে রেখে নেশা করতে গেল মা, দম আটকে মৃত্যু দুই সন্তানের

রেগে গিয়ে দুই ছেলে-মেয়েকে উচিত শিক্ষা দিতে তাদের গাড়ির মধ্যেই আটকে দেন বছর চব্বিশের সিন্থিয়া মারি রানডলফ। আর সেই শাস্তিই কেড়ে নিল নিষ্পাপ দুটি তাজা প্রাণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ১৭:৩৪
Share:

মৃত কাভানভ রামিরেজ এবং জুলিয়েট রামিরেজ। ছবি: সংগৃহীত।

চাঁদি ফাটা রোদ আর বীভৎস গরমে বাড়ির বাইরে দেড় বছরের ভাই কাভানভ রামিরেজকে নিয়ে খেলা করছিল ২ বছরের ছোট্ট দিদি জুলিয়েট রামিরেজ। বাড়ির বাইরে রাখা গাড়িতে ওঠা-নামাটাই ছিল তাদের খেলা। কিন্তু এই খেলাই যে তাদের জীবনের কাল হবে তা কে জানত! রোদ থেকে ঘরে এসে খেলতে বলেছিল তাদের মা। কিন্তু কিছুতেই মায়ের কথায় রাজি হয়নি দুই খুঁদে । রেগে গিয়ে দুই ছেলে-মেয়েকে উচিত শিক্ষা দিতে তাদের গাড়ির মধ্যেই আটকে দেন বছর চব্বিশের সিন্থিয়া মারি রানডলফ। আর সেই শাস্তিই কেড়ে নিল নিষ্পাপ দুটি তাজা প্রাণ। গত ২৬ মে ঘটনাটি ঘটে আমেরিকার টেক্সাসের ওয়েদারফোর্ডে।

Advertisement

সিন্থিয়া ভেবেছিলেন গরমে, ভয়ে গাড়ি থেকে যখন তারা নেমে আসতে চাইবে, তখন গাড়ি থেকে বের করে দেবেন। কিছু ক্ষণ পরেই ঘরের মধ্যে চলে যান রানডলফ। এর পর গাড়ির ভিতরেই দমবন্ধ হয়ে মারা যায় ওই দুই শিশু। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছেলে-মেয়েকে গাড়ির ভিতর আটকে ঘরে গিয়ে গাঁজা সেবন করেছিলেন রানডলফ।

দিব্য ২ থেকে ৩ ঘণ্টা টানা ঘুম লাগিয়েছিলেন তিনি। ঘুম থেকে উঠে দুই সন্তানের কথা মনে পড়তেই ছুটে আসেন গাড়ির সামনে। ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে তারা। তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আরও পড়ুন: ব্রিটেনে ফের আতঙ্ক, নিউ ক্যাসলে ইদের জমায়েতে হানা দিল উন্মত্ত গাড়ি

যদিও প্রথটায় রানডলফ গোটা ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালাতে চেয়েছিলেন। প্রমাণ করতে চেয়েছিলেন আপনা-আপনি গাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল। যাতে কেউ ঘটনার কথা জানতে না পারে সে জন্য গাড়ির কাচ ভেঙে সন্তানদের বের করেছিলেন। তবে পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন সিন্থিয়া। গোটা ঘটনাটি পুলিশকে খুলে বলেন। টেক্সাসের ওয়েদারফোর্ডের এই ঘটনায় চমকে গিয়েছিলেন বিচারকও। রানডলফকে সন্তান হত্যায় দোষী সাব্যস্ত করে পাঠানো হয়েছে পার্কার কান্ট্রি জেলে। সেই সঙ্গে ১ কোটি ২৮ লক্ষ ৯৯ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। পার্কার কান্ট্রি শেরিফ অফিসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাটি গত ২৬ মে বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটেছিল। সে সময় ওই এলাকার তাপমাত্রা ছিল ৯৬ ডিগ্রি। এত গরমে মধ্যে কী করে একজন মা তাঁর দুই শিশুকে গাড়ির মধ্যে আটকে রাখার মতো শাস্তি দিল-এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন শেরিফ ল্যারি ফ্লাওয়ার। ঘটনাটির তীব্র নিন্দাও করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement