অগ্নিগ্রাসে: পুড়ে খাক গাড়ি। নিউ সাউথ ওয়েলসের লেক কনজোলার কাছে।
দাবানলের খপ্পরে অস্ট্রেলিয়ায় যখন কোটি কোটি বন্যপ্রাণী মারা যাচ্ছে তখন নিজেদের প্রাণ বাজি রেখে পশুপাখিদের বাঁচালেন মোগো চিড়িয়াখানার কর্মীরা। বুধবার এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা উপচে পড়েছে।
নিউ সাউথ ওয়েলসের এই চিড়িয়াখানা অস্ট্রেলিয়ায় বাঁদর গোত্রীয় প্রাণীর সবচেয়ে বড় সংগ্রহশালা। রয়েছে বাঘ, জেব্রা, গন্ডার, জিরাফ মিলিয়ে প্রায় ২০০টি প্রাণী। পশুশালার ডিরেক্টর চাদ স্টেপলস্ জানিয়েছেন, মঙ্গলবার আগুন চিড়িয়াখানার দিকে এগোলে প্রশাসন এলাকা খালি করার নির্দেশ দেয়। কিন্তু পশুদের ছেড়ে যেতে চাননি কর্মীরা। আগেভাগেই পরিকল্পনা করে রেখেছিলেন তাঁরা। সেই মতো চিড়িয়াখানা চত্বর থেকে সমস্ত দাহ্য পদার্থ সরিয়ে ফেলা হয়েছিল। তারপর পশুদের একে একে নিরাপদে সরানো হয়। স্টেপলস্ বলেন, ‘‘বাঘ-সিংহ, ওরাং-ওটাংদের শান্ত রাখা গেলেও নিরাপদ আশ্রয়ে সরানোর সময়ে গাড়ির আওয়াজে ভয় পেয়ে গিয়েছিল বাঁদর, পান্ডার মতো ছোট প্রাণীরা। তাদের অনেককে নিজেদের বাড়িতে নিয়ে যান কর্মীরা। তবে খুশির খবর এই যে প্রত্যেককে বাঁচানো গিয়েছে।’’