কুলভূষণ যাদব।- ফাইল চিত্র।
পাকিস্তানে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিল সে দেশের সেনা আদালত। সে ক্ষেত্রে আর মাত্র একটা রাস্তাই খোলা থাকল কুলভূষণের সামনে। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সিদ্ধান্ত। কুলভূষণের বিরুদ্ধে কী কী ‘সাক্ষ্যপ্রমাণ’ রয়েছে, পাক সেনাপ্রধান তা খতিয়ে দেখছেন। পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর রবিবার এ কথা জানিয়েছে। গত মাসেই জেনারেল বাজওয়ার কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন কুলভূষণ।
ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে গত বছরের মার্চে বালুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেফতার করা হয় বলে পাক সেনাবাহিনীর তরফে দাবি করা হলেও ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ সেই সময় তাঁর ব্যবসার কাজে ছিলেন ইরানে। সেখান থেকেই অপহরণ করা হয় কুলভূষণকে।
আরও পড়ুন- চিন সীমান্তে জোর বাড়াতে পোখরানে হাউইৎজার কামান পরীক্ষা ভারতের
চরবৃত্তির অভিযোগে এ বছরের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাক সেনা আদালত। ভারত ওই অভিযোগকে উড়িয়ে দিয়ে হেগে আন্তর্জাতিক আদালতে আর্জি জানায়। তার প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতও ওই মৃত্যুদণ্ডাদেশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।