Pakistan

পাকিস্তানে খাদ্যসঙ্কটের মধ্যেই নতুন বিপর্যয়, এলাকার পর এলাকা আচমকা বিদ্যুৎহীন

খাদ্যসঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানের একাধিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিষেবা নেই লাহোর, ইসলামাবাদ, করাচির বিভিন্ন এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১২:০৪
Share:

পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রতীকী ছবি।

পাকিস্তানে হাহাকার পরিস্থিতি। খাদ্যসঙ্কটের মধ্যেই এ বার বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে। জাতীয় গ্রিড বিপর্যয়ের জেরে সোমবার সে দেশের একাধিক এলাকা আচমকাই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিষেবা নেই ইসলামাবাদ, লাহোরেও। পরিষেবা স্বাভাবিক করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দিয়েছে সে দেশের শক্তি মন্ত্রক।

Advertisement

জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে সোমবার টুইটারে জানিয়েছে শক্তি মন্ত্রক। মন্ত্রকের টুইটের আগে থেকেই একাধিক বিদ্যুৎ সংস্থা এই বিভ্রাটের কথা জানায়।

কোয়েটা-সহ বালোচিস্তানের ২২টি জেলায় বিদ্যুৎ পরিষেবা নেই। সেই সঙ্গে লাহোর, করাচির বিভিন্ন এলাকাও বিদ্যুৎহীন। ইসলামাবাদে ১১৭টি গ্রিড স্টেশনে বিদ্যুৎ পরিষেবা নেই। বিভ্রাট ঘটেছে পেশোয়ারেও।

Advertisement

এর আগেও পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল। ২০২১ সালে যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণ পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছিল। এক দিন পর ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছিল।

গত কয়েক দিন ধরে খাদ্যসঙ্কটে জেরবার পাকিস্তান। চাল-গমের দাম আকাশ ছুঁয়েছে। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছেন বাসিন্দারা। এক বস্তা আটার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। খাদ্যসঙ্কটের আবহে সোমবার বিদ্যুৎ বিভ্রাটের জেরে আরও এক বিপর্যয়ের মুখোমুখি পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement