Fire at Night Club of Macedonia

উত্তর ম্যাসিডনিয়ায় নৈশ ক্লাবে আগুন! মৃত অন্তত ৫১, আহত শতাধিক

উত্তর ম্যাসিডনিয়ার নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ৫১ জনের। আহত হয়েছেন আরও শতাধিক। দুর্ঘটনার সময়ে সেখানে হাজারেরও বেশি তরুণ-তরুণীর ভিড় ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:০২
Share:

উত্তর ম্যাসিডনিয়ায় নৈশ ক্লাবে শনিবার রাতে আগুন লাগে। ছবি: এক্স।

উত্তর ম্যাসিডনিয়ার এক নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর ম্যাসিডনিয়ার কোকানি শহরের ওই নৈশ ক্লাবে একটি অনুষ্ঠান চলছিল। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সেই সময় নৈশ ক্লাবে হাজারেরও বেশি মানুষের ভিড় ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

কনসার্টের জন্য ওই নৈশ ক্লাবে আতশবাজি ফাটানোর কিছু যন্ত্র ছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই যন্ত্র থেকেই আগুন লেগেছে। যন্ত্রে প্রথমে আগুনের ফুলকি দেখা যায় এবং কিছু ক্ষণের মধ্যেই তা গোটা ক্লাবে ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সময়ে মঞ্চে একটি গানের দল সঙ্গীত পরিবেশন করছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।

নৈশ ক্লাবে ওই গানের অনুষ্ঠানটি শুরু হয়েছিল মধ্যরাতে। ওই অনুষ্ঠান দেখতে যাঁরা ভিড় করেছিলেন, তাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন তরুণ-তরুণী। স্থানীয় সময় অনুসারে, রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের পরে দমকলকর্মীরা সেখানে পৌঁছোন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তত ক্ষণে ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় ২৭ জনকে শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে আরও ২৩ জনের। আহতদের মধ্যে বেশ কয়েক জন নাবালকও রয়েছে।

Advertisement

উত্তর ম্যাসিডনিয়ার প্রধানমন্ত্রী রিস্টিয়ান মিকোস্কি এই দুর্ঘটনার পর শোকার্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “ম্যাসিডনিয়ার জন্য এটি একটি কঠিন সময় এবং অত্যন্ত দুঃখের দিন। এত তরুণ-তরুণীর প্রাণহানির ঘটনায় অপূরণীয় ক্ষতি হল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement