Heart Attack

স্টেশনে হার্ট অ্যাটাক যুবকের, জ্ঞান ফিরতেই বললেন, ‘দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে’!

জ্ঞান হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান তিনি। এক সহযাত্রীকে ও ভাবে লুটিয়ে পড়তে দেখে অনেকেই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬
Share:
ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যুবক। তখনই হার্ট অ্যাটাক হয় তাঁর। প্রতীকী ছবি।

ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যুবক। তখনই হার্ট অ্যাটাক হয় তাঁর। প্রতীকী ছবি।

অফিস যাবেন বলে প্রতি দিনের মতো ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন এক যুবক। ট্রেনের জন্য অপেক্ষা করার সময় আচমকাই হার্ট অ্যাটাক হয়। জ্ঞান হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান তিনি। এক সহযাত্রীকে ও ভাবে লুটিয়ে পড়তে দেখে অনেকেই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

Advertisement

তাঁকে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন যাত্রীরা। চিকিৎসককেও ডেকে আনা হয়। সময় মতো চিকিৎসা পাওয়ায় যুবক প্রাণে বেঁচে যান। কিন্তু জ্ঞান ফেরার পর তাঁর কথা শুনে স্তম্ভিত হয়ে যান সহযাত্রীরা। তড়িঘড়ি ব্যাগ নিয়ে ওঠার চেষ্টা করেন। তাঁকে শান্ত করানো হয়। কেন তিনি এ ভাবে অস্থির হচ্ছেন জিজ্ঞাসা করায়, ওই যুবক জানান, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। তাঁকে এখনই অফিস যেতে হবে!

ঘটনাটি চিনের হুনান প্রদেশের। চাংসা রেলস্টেশনের এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন বলছে, চাংসা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ওই যুবক। আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যান। স্টেশনে থাকা রেলের কর্মী এবং চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে যুবককে সিপিআর দেন ২০ মিনিট ধরে। তার পর যুবকের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরই তাঁর প্রথম কথাই ছিল, ‘‘ট্রেন ধরে আমাকে অফিসে যেতে হবে।’’ তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়। পরামর্শ দেওয়া হয়, তাঁর যা শারীরিক অবস্থা তাতে যে কোনও হাসপাতালে ভর্তি করানো জরুরি। অবশেষে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে রাজি হয়ে যান যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement