কনকনে ঠান্ডায় কে কত ক্ষণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারেন, তা দেখার জন্য একে অন্যকে চ্যালেঞ্জ করেছিলেন দশ বিদেশি পর্যটক। আর তা করতে গিয়ে এখন তিন মাসের কারাবাস ও জরিমানার মুখে পড়তে চলেছেন তাঁরা।
মালয়েশিয়ার একটি সংবাদপত্র জানিয়েছে, গত ৩০ মে মালয়েশিয়ার উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিনাবালুতে দাঁড়িয়ে নগ্ন অবস্থায় ছবি তুলছিলেন দশ বিদেশি পর্যটক। মহিলাদের উপরের অংশে জামাকাপড় ছিল না। পুরুষেরা ছিলেন সম্পূর্ণ নগ্ন। পর্যটক দলের চার জনকে গ্রেফতার করা হয়েছে। ওই চার জন হলেন নেদারল্যান্ডস, ব্রিটেন এবং কানাডার নাগরিক। বোর্নিওর সাবার এক আদালতে এঁরা আজ অপরাধ স্বীকার করেছেন। পুলিশ বাকিদের খুঁজছে।
তবে পর্যটক দলের এ হেন আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা মনে করেন, মাউন্ট কিনাবালু একটি পবিত্র পর্বত। মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা এখানেই ঠাঁই পায়। তাই সেখানে দাঁড়িয়ে নগ্ন অবস্থায় ছবি তুলে স্থানীয়দের বিশ্বাসে আঘাত দিয়েছেন বিদেশিরা। অপমান করা হয়েছে মাউন্ট কিনাবালুকেও।
গত শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে মালয়েশিয়া। প্রাণ হারান ১৮ জন। এই ঘটনার জন্য প্রশাসনিক কর্তারা দায়ী করেছেন পর্যটকদের অদ্ভুত আচরণকেই। তবে পর্যটক দলের আইনজীবীর দাবি, তাঁরা স্থানীয় রীতিনীতি সম্পর্কে কিছু জানতেন না। বরং তাঁদের আচরণে তাঁরা নিজেরা তো বটেই, লজ্জায় পড়েছেন তাঁদের দেশের মানুষও।