নয়নাভিরাম। মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন দর্শকরা। রাস্তার পাশেই আকাশছোঁয়া বাড়ি। যার গা বেয়ে জলপ্রপাত। ইট কাঠ, পাথরের বাড়ির মাঝে যেন অল্প একটু প্রকৃতির ছোঁয়া।
চিনের দক্ষিণ-পশ্চিমে গুইয়াং শহরে তৈরি হয়েছে একটি বহুতল৷ সেই বহুতলেই ৩৫০ ফুট উচ্চতার এই কৃত্রিম জলপ্রপাত তৈরি করেছেন চিনের ইঞ্জিনিয়াররা৷
শহরের মাঝেই বাণিজ্যিক এলাকায় এই লিবিয়ান বিল্ডিং। উচ্চতা প্রায় ৩৯৭ ফুট। তার গা বেয়েই এই জলধারা নামছে।
গিঝু লুডিয়া প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যান্ড কোম্পানি শহরে পর্যটন শিল্প প্রসারের কারণেই এই অট্টালিকায় জলপ্রপাত তৈরির পরিকল্পনা করে
চিনের বাসিন্দারা এই বাড়িটিকে ওয়াটারফল বিল্ডিং নামেই চেনেন। চার চারটে ১৮৫ কিলোওয়াটের পাম্প বসানো হয়েছে এই বহুতলের এক্কেবারে মাথায়।
এই জলপ্রপাত কিন্তু রোজ চালু থাকে না। বিশেষ উৎসবের সময় ১০-২০ মিনিট চালু করা হয় পাম্প। বৃষ্টির জলও জমিয়ে রাখা হয় বহুতলের ট্যাঙ্কে।
দু’বছর আগে এই জলপ্রপাত তৈরি হলেও তা বিশ্বের নজরে আসে সম্প্রতি। নির্মাতারা জানাচ্ছেন, একবার পাম্প করে জল উপরে তুলতে খরচ ১২০ ডলারেরও বেশি।
জল অপচয় হচ্ছে, অপচয় হচ্ছে অর্থেরও, এমন দাবি জানিয়ে পরিবেশপ্রেমীরা অবশ্য বিরোধিতা করেছেন এই জলপ্রপাতের।