ছবি: টুইটার।
শতাধিক যাত্রী এবং কর্মী নিয়ে রানওয়েতে উড়ে যাওয়ার অপেক্ষায় বোয়িং বিমান। বৃষ্টিভেজা রানওয়েতে যাত্রী নিয়ে দাঁড়িয়ে অন্য বিমানও। এমন সময় আকাশে বিদ্যুতের ঝলকানি। কিছু ক্ষণ পর চারিদিক কাঁপিয়ে গগনভেদী মেঘের গর্জন। বিদ্যুতের ছোবল আর কোথাও নয় পড়েছে একটি যাত্রিবাহী বিমানের উপর। হৃদয়ের গতি বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট চাঞ্চল্যকর এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন অন্য বিমানে থাকা এক যাত্রী। ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জিয়া প্রদেশের আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে। এই চাঞ্চল্যকর ঘটনা দেখেই এখন সরগরম সারা বিশ্ব।
জ্যাক পার্কিন্স নামে ওই যাত্রী বুধবার ইউটিউবে তাঁর ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তোলপাড় তামাম বিশ্ব। প্রায় এক লক্ষ লাইক হয়েছে অ্যামেচার ওই ভিডিওটি। কোনও কোনও অত্যুত্সাহী আবার টুইটারে পোস্টও করেছেন ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটি।
মঙ্গলবার আটলান্টা বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল লাস ভেগাসগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। ওড়ার অপেক্ষায় থাকা বিমানের মধ্যে তখন ১১১ জন যাত্রী এবং ৬ জন বিমান-কর্মী ছিলেন। এমন সময় বাজ পড়ে ফ্লাইট ৬৭ নামে ওই বিমানটির উপর। তবে এই ঘটনায় কেউ জখম হননি বলে জানিয়েছেন ডেল্টা এয়ারলাইন্সের মুখপাত্র মর্গান দ্যুরাঁ। যদিও এই ঘটনার জেরে ঘণ্টা দু’য়েক পরে আকাশে ওড়ে বিমানটি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মর্গান দ্যুরাঁ।
কিন্তু কী ভাবে দুর্ঘটনা এড়ালো যাত্রিবাহী বিমানটি?
বাণিজ্যিক বিমানের পাইলট এবং প্রযুক্তিবিদরা জানিয়েছেন, বিমানে বাজ পড়া একটি স্বাভাবিক ঘটনা। আধুনিক বিমানের কাঠামোর গঠনই এমন যে চলন্ত অথবা দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমানের উপর বাজ পড়লেও ল্যান্ডিং গিয়ারের মধ্যে দিয়ে বিদ্যুত্ মাটিতে প্রবাহিত হয়ে যায়। বাজ পড়লেও তাই কোনও ক্ষতি হয় না বিমানের মধ্যে থাকা যাত্রীদের।