কূলভূষণ যাদব।
ছেলের প্রাণভিক্ষা চাইলেন মা। চাইলেন তাঁর মুক্তিও। সঙ্গে আর্জি, ছেলেকে এক বার তাঁকে দেখতে দেওয়া হোক। সেই আর্জি সরকারি ভাবে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের তরফে বুধবার জানিয়ে দেওয়া হল পাকিস্তান সরকারকে।
গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানে আটক ও মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবের বিষয়টি মানবিকতার দৃষ্টিতে দেখা হোক বলে পাকিস্তান সরকারকে লেখা একটি চিঠিতে আর্জি জানিয়েছিলেন তাঁর মা। বুধবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালে সেই চিঠি তুলে দেন পাকিস্তানের বিদেশসচিব তেহমিনা জানজুয়ার হাতে। এ ব্যাপারে পাক আদালতের কাছে ভারত সরকারের তরফে যে আর্জি জানানো হয়েছে, তারও একটি কপি এ দিন দেওয়া হয়েছে পাক বিদেশসচিবকে।
ইসলামাবাদে ভারতীয় দূতাবাস সূত্রের খবর, পাক সরকারকে লেখা চিঠিতে কুলভূষণের মা আর্জি জানিয়েছেন, তাঁর ছেলেকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এও লিখেছেন, ছেলেকে এক বার কাছ থেকে দেখতে চান তিনি।
আরও পড়ুন- রাশিয়াকে পিছনে ফেলে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার জলে ভাসাল চিন
বিদেশমন্ত্রক জানিয়েছে, যাতে পাকিস্তানে গিয়ে ছেলে কুলভূষণের সঙ্গে দেখা করতে পারেন, সে জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারের মা ও বাবাকে জরুরি ভিত্তিতে ভিসা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে পাক সরকারকে। তাঁরা যাতে ব্যক্তিগত ভাবে পাকিস্তানে গিয়ে আর্জি জানাতে পারেন, সে জন্য তাঁদের সুযোগ দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে ভারতের তরফে।
এ দিন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার বাম্বাওয়ালে পাক বিদেশসচিবের কাছে আরও এক বার অনুরোধ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় দূতাবাসকে যোগাযোগ করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু সেই অনুরোধ তাঁর পক্ষে রাখা সম্ভব হচ্ছে না, জানিয়ে পাক বিদেশসচিব তেহমিনা জানজুয়া এ দিন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বলেছেন, ‘‘কুলভূষণ যেহেতু গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত, তাই তাঁর ক্ষেত্রে ওই অনুমতি দেওয়া সম্ভব নয়।’’