Death of Indian Labour in Israel

জর্ডন সীমান্ত পেরিয়ে ইজ়রায়েলে প্রবেশের চেষ্টা! নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল কেরলের শ্রমিকের

চলতি মাসে আম্মানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই শ্রমিকের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, জর্ডন সীমান্তে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ২২:৫৮
Share:
নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু ভারতীয় শ্রমিকের।

নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু ভারতীয় শ্রমিকের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

জর্ডন সীমান্ত পেরিয়ে ইজ়রায়েলে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক ভারতীয় শ্রমিক। নিরাপত্তারক্ষীর গুলিতে সীমান্তেই মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, ওই শ্রমিক কেরলের বাসিন্দা। এক সঙ্গীর সঙ্গে সীমান্ত পেরনোর চেষ্টা করছিলেন তিনি। নিরাপত্তারক্ষীর গুলিতে তাঁর সঙ্গীও আহত হয়েছেন।

Advertisement

চলতি মাসে আম্মানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই শ্রমিকের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, ট্যুরিস্ট ভিসায় আরও তিন জনের সঙ্গে জর্ডনে গিয়েছিলেন কেরলের ওই ব্যক্তি। তাঁদের মধ্যে দু’জন অবৈধ ভাবে জর্ডন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হন তিনি। নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (৪৭)। তিনি তিরুঅনন্তপুরমের থুম্বার বাসিন্দা। থমাসের সঙ্গী ৪৩ বছর বয়সি এডিসনও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এডিসনও থুম্বার বাসিন্দা। দু’দিন আগে কেরলে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।

জানা গিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্য থমাস এবং এডিসন দুজনেই পেশায় রিকশাচালক ছিলেন। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ কাজের খোঁজে জর্ডনে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে আরও তিন জন ছিলেন। বৈধ অনুমতিপত্র ছাড়াই তাঁরা ইজ়রায়েলে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সে সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দূতাবাস থেকে তাঁদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘‘থমাস এবং আরও এক ব্যক্তি অবৈধ ভাবে কারকাক জেলায় জর্ডন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। নিরাপত্তাবাহিনী তাঁদের থামানোর চেষ্টা করলেও তাঁরা সতর্কীকরণে কান দেননি বলে অভিযোগ। তখনই রক্ষীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। থমাসের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।’’ থমাসের মৃতদেহ এবং ব্যক্তিগত জিনিসপত্র ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement