কিছু দিন আগেই দু’পায়ে ভর দিয়ে দাঁড়াতে দেখা গিয়েছিল ব্রিটেনের সিংহাসনের তৃতীয় দাবিদার খুদে জর্জকে। আর তার দু’মাসের মধ্যেই কেনসিংটন প্যালেসের তরফে জানানো হয়েছে, ডাচেস অব কেমব্রিজ কেট আবার সন্তানসম্ভবা।
তাঁদের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ডাচেস এবং ডিউক অব কেমব্রিজ ফের বাবা-মা হতে চলেছেন। তাঁরা দু’জনেই এই খবরে ভীষণ খুশি।’ ফলে আগামী বছরেই বোন বা ভাইয়ের সঙ্গ পাওয়ার জন্য তৈরি জর্জ। উইলিয়াম-কেটের এই খবর শুনে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ‘শুনলাম ওঁদের আবার সন্তান হবে। দারুণ ভাল খবর।’ খুশি উইলিয়ামের ঠাকুমা রানি দ্বিতীয় এলিজাবেথও।
তবে বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেছেন, আগের বারের মতোই এ বারও অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন কেট। তাঁর চিকিৎসাও চলছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর ১২ সপ্তাহও পার হয়নি, কিন্তু তার আগেই দ্রুত কেন কেনসিংটন প্যালেস এই খবর জানিয়ে দিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
একটি সূত্রে খবর, রাজদম্পতির মনে হয়েছে, এই খবর বেশি দিন গোপন রাখা সম্ভব নয়। তাই কঠিন সিদ্ধান্ত নিয়ে তাঁরা দ্রুত এই খবর গোটা বিশ্বকে জানিয়ে দেওয়াই শ্রেয় ভেবেছেন। জর্জের জন্মের আগে ডিউক চেয়েছিলেন মেয়ে হোক, আর ডাচেস চেয়েছিলেন ছেলে। এ বার অবশ্য দু’জনের ইচ্ছে মিলে গিয়েছে। তবে জর্জ বোন না ভাই, কাকে সঙ্গী হিসেবে পাবে, উত্তর দেবে সময়ই।