মার্কিন যুবককে দিল্লির আমন্ত্রণ
খুব চেষ্টা করেছিলেন। কিন্তু বাঁচাতে পারেননি শ্রীনিবাস কুচিভোটলাকে। বাঁচাতে পেরেছিলেন আর এক ভারতীয় অলোক মাদাসানি। তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। হাত ফুঁড়ে বুকে ঢুকে গিয়েছিল গুলি। বেশ কয়েক দিন হাসপাতালে থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন মার্কিন যুবক ইয়ান গ্রিলট। তবে ‘কানসাস হেলথ সিস্টেম’-এর তরফে জানানো হয়েছে, হাতে ও বুকে দু’দুটি গুলি লাগায় তাঁকে এখনও দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকতে হবে।
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ২৪ বছরের গ্রিলট কিন্তু ভীষণ খুশি। অন্তত এক জনকে বাঁচাতে পেরেছিলেন তিনি। গত মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। শুক্রবার হিউস্টনের ভারতীয় কনসাল জেনারেল অনুপম রায়ের সঙ্গে দেখা করেন তিনি। অনুপম রায় গ্রিলটের এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘যে ভাবে গ্রিলট সাহসিকতা দেখিয়েছেন, তাতে গোটা ভারত তাঁর কাছে কৃতজ্ঞ।’’ এরই সঙ্গে গ্রিলটকে ভারতে আসারও আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন-শ্রীনিবাসের পর হর্নিশ, ফের আমেরিকায় গুলি করে খুন ভারতীয়কে
ইয়ান গ্রিলট জানিয়েছেন, সেই রাতে কানসাস গুলিচালনার ঘটনায় অভিযুক্ত অ্যাডাম পুরিন্টন যখন বারে ঢুকে কুচিভোটলা ও মাদানিকে উত্যক্ত করা শুরু করে, তখন তিনিই তাকে ধরে বার থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু আধ ঘণ্টা বাদে বন্দুক হাতে ফিরে আসে সে। অ্যাডাম পুরিন্টনের বিরুদ্ধে গুলিচালনা, খুন ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।