Joe Biden

কমলা হ্যারিস হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট, বিতর্কের আবহেই ইঙ্গিতপূর্ণ বার্তা জো বাইডেনের

আরও এক বার প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেন কতটা প্রস্তুত, তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। উঠছে নির্বাচনী লড়াই থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবি। এরই মধ্যে ডেপুটিকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা আমেরিকার প্রেসিডেন্টের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৮:৩৩
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (ডান দিকে)। —ফাইল চিত্র।

বছর একাশির ‘বৃদ্ধ’ জো বাইডেন আরও এক বার আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ায় নিজের দলেরই একাংশের সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবি ক্রমশ জোরাল হচ্ছে ডেমোক্র্যাট শিবিরের অন্দরে। এ সবের মধ্যেই নিজের ডেপুটির প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাইডেনের। তাঁর মতে, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট। চলতি বছরের শেষের দিকে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। ৫ নভেম্বর ভোট। তার আগে ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে বুলেট চলে যাওয়ার ঘটনায় কিছুটা ব্যাকফুটে বাইডেন। এই পরিস্থিতে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

হ্যারিস প্রসঙ্গে বাইডেন বলেন, “তিনি শুধুমাত্র এক জন দুর্দান্ত ভাইস প্রেসিডেন্টই নন, এমনকি আমেরিকার প্রেসিডেন্টও হতে পারেন তিনি।” তা হলে কি বাইডেন সরে দাঁড়ালে বছর ঊনষাটের হ্যারিসই আমেরিকার প্রেসিডেন্ট পদের সেরা দাবিদার? সেই ইঙ্গিতই কি দিতে চাইলেন বাইডেন? যদিও বাইডেন এটাও জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার হোয়াইট হাউসে ঢোকার পর তাঁর প্রথম ১০০ দিনের কাজের রূপরেখা তৈরি।

উল্লেখ্য, নির্বাচনের আগে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কসভায় বাইডেনকে খুব একটা স্বচ্ছন্দ্য দেখায়নি। তারপর থেকেই ডেমোক্র্যাট দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেন শারীরিকভাবে কতটা প্রস্তুত। হোয়াইট হাউজ়ের দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবিও উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন, বাইডেন পিছু হটলে বিকল্প হিসেবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে ডেমোক্র্যাট শিবিরে সেরা পছন্দ হ্যারিসই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement