দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর খবরটা ‘ব্রেক’ করেছিলেন তিনিই। ১০৫ বছর বয়সে হংকংয়ে মারা গেলেন সেই ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থ। ১৯৩৯ সালে পোল্যান্ড থেকে জার্মানি আসার পথে হঠাৎই দেখতে পান, সীমান্তে নাৎসি সেনার জমায়েত। হিটলার যে পোল্যান্ড আক্রমণ করছেন, সেটা সংবাদমাধ্যম জেনেছিল তরুণী ক্লেয়ারের মুখেই। রিপোর্টার হওয়ার আগেও হিটলার জমানায় বহু মানুষকে ব্রিটিশ ভিসার ব্যবস্থা করে দিয়ে সাহায্য করেছিলেন তিনি।