প্রধানমন্ত্রী মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। ছবি— টুইটার।
মোদী-বাইডেন বৈঠকে ভারী বিষয়ে আলোচনার মধ্যেও দেখা গেল কিছু হালকা হাসির মুহূর্তও। বাইডেন এবং মোদী দু’টি চেয়ারে পাশাপাশি বসার পরে বাইডেন বলেন, “আজ যেখানে ভারতের প্রধানমন্ত্রী বসেছেন, সেখানে রোজই আমাদের ভাইস প্রেসিডেন্ট বসেন। যিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা অত্যন্ত নামকরা বৈজ্ঞানিক।”
আবার তেমনই সৌজন্য ফিরিয়ে দিয়েছেন মোদী। ২০১৩ সালে বাইডেন প্রথম বারের জন্য ভারত সফরে এসে জানিয়েছিলেন, তাঁর এক দূর সম্পর্কের আত্মীয় মুম্বইয়ে ছিলেন। তারও কয়েক বছর পরে তিনি এ কথাও জানান যে, এখনও পাঁচ জন বাইডেন (পদবির) মুম্বইয়ে আছেন, যাঁদের সঙ্গে তাঁর পারিবারিক যোগ রয়েছে। আজ বৈঠক শুরুর আগে মোদী তাঁকে বলেন, “আপনি আমাকে বলেছিলেন, ভারতে আপনার পদবির কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা আপনার সঙ্গে সম্পর্কিত। আমি বিষয়টি নিয়ে খোঁজ করেছি, কিছু কাগজও সঙ্গে এনেছি, যদি আপনার কাজে লাগে।” সহাস্যে বাইডেন মোদীকে বলেন, “আমরা কি তাহলে সম্পর্কিত?” মোদীও হেসে জবাব দেন, “নিশ্চয়।’’