দিনা ওয়াদিয়া। —ফাইল চিত্র।
পাকিস্তানের কয়েদ-ই-আজম মহম্মদ আলি জিন্নার কন্যা দিনা ওয়াদিয়া (৯৮) বৃহস্পতিবার নিউ ইয়র্কে মারা গেলেন।
জিন্না বিয়ে করেছিলেন পার্সি পরিবারের মেয়ে রতনবাইকে। কিন্তু কিছু দিন পরে তাঁরা আলাদা হয়ে যান। রতনবাই তার কিছু পরে মারাও যান। মেয়ে দিনা তাই বাবার কাছেই মানুষ। ১৯১৯ সালের ১৪ অগস্ট মধ্যরাত পেরিয়ে অর্থাৎ ১৫ই তাঁর জন্ম হয়েছিল। পরে ১৪ অগস্টই পাকিস্তানের স্বাধীনতা দিবস হয়ে দাঁড়ায়, ১৫ ভারতের। তত দিনে অবশ্য বাবার সঙ্গে বেশ কিছুটা দূরত্ব হয়ে গিয়েছে মেয়ের। কারণ দিনাও বিয়ে করেছিলেন পার্সি পরিবারে, সেটা জিন্না মন থেকে মানতে পারেননি। জিন্নার শেষকৃত্যেই দিনা প্রথম বার পাকিস্তানে যান।
মুম্বইয়ের শিল্পপতি নেভিল ওয়াদিয়াকে বিয়ে করেছিলেন দিনা। নুসলি ওয়াদিয়া এবং ডায়না ওয়াদিয়া তাঁরই সন্তান। তবে নেভিলের সঙ্গে বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। দিনা বহু বছর নিউ ইয়র্কেই থাকতেন। তবে শেষের দিকে তাঁর ইচ্ছে ছিল মুম্বইয়ের আসার। মুম্বইয়ে জিন্নার যে বাড়ি সম্প্রতি ভেঙে ফেলার দাবি ওঠে কিছু মহল থেকে, সেই বাড়িতেই জন্মেছিলেন দিনা। তাঁর দাবি ছিল, বাড়িটা আইনত তাঁরই প্রাপ্য। এ নিয়ে মামলাও চলছিল।