জ্যাক মা।
এ বার বিবাগী হতে চললেন চিনের ধনকুবের আলিবাবা-কর্তা জ্যাক মা! চিন সরকারের তীব্র চাপের মুখে তিনি তাঁর বাণিজ্য-সাম্রাজ্যের অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিয়ে কয়েক সপ্তাহের ইউরোপ সফ়রে বেরিয়েছেন।
আলিবাবা গোষ্ঠীর ৫৭ বছর বয়সি এই সহ প্রতিষ্ঠাতা প্রথমে অষ্ট্রিয়ার একটি হোটেলে উঠেছিলেন। তারপর তিনি নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দীর্ঘস্থায়ী কৃষি নিয়ে শিক্ষালাভ করেন। একটি স্বীকৃত সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এরপর জ্যাক মা’র প্রমোদতরী স্পেনের দ্বীপ ম্যালোরকায় গিয়ে ভিড়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালে চিনের কমিউনিস্ট পার্টির প্রকাশ্য সমালোচনা করে সে দেশের সরকারের বিরাগভাজন হন এই চিনা উদ্যোগপতি। তাঁর মালিকানাধীন আর এক সংস্থা অ্যান্ট গ্রুপ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে চিনের কমিউনিস্ট সরকার। সরকারি রোষানলে পড়ার ভয়ে বহু বিনিয়োগকারী আলিবাবা সংস্থায় বিনিয়োগ করতে চাইছেন না বলেও খবর মিলেছিল। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দু’মাস আগে আলিবাবা গোষ্ঠী তাদের প্রায় ২৬ হাজার কোটি ডলার হারিয়েছে।
২০২০ সাল থেকেই চিন সরকারের নানা নিষেধাজ্ঞায় খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি জ্যাক মা’কে। কিন্তু কিছুকাল আগে তাঁর দেশ ছেড়ে অন্যত্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে চিন সরকার। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, নিজের প্রতিষ্ঠিত সংস্থা অ্যান্ট-এর সমস্ত দায়িত্ব ও ক্ষমতা চিন সরকারকে অর্পণ করার শর্তেই হয়তো দেশ ছাড়ার ছাড়পত্র পেলেন আলিবাবা কর্তা।