ইভাঙ্কা ট্রাম্প। ফাইল চিত্র।
নিজের ফ্যাশন সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা। এ বার থেকে সরকারি নীতি নির্ধারণের কাজেই মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউসে যোগ দেওয়ার পর থেকেই ইভাঙ্কার ফ্যাশন সংস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বলা হয়েছে, আইন লঙ্ঘন করে প্রেসিডেন্ট-কন্যা ব্যবসায়িক কাজ চালিয়ে যাচ্ছেন। এ বার ইভাঙ্কার সিদ্ধান্তে সব বিতর্কে ইতি হবে বলে মনে করছেন হোয়াইট হাউসের অন্দরের লোকজন। ইভাঙ্কা নিজে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা যখন প্রথম ব্র্যান্ডটা শুরু করি, কেউ ভাবিনি যে এটা এই মাপের সাফল্য পাবে। তবে ওয়াশিংটনে ১৭ মাস কাটানোর পরে এখন জানি না, ব্যবসায় আদৌ আর কোনও দিন ফিরতে পারব কিনা। কিন্তু আমি নিশ্চিত, ওয়াশিংটনে যে কাজটা করে চলেছি তার উপরেই ভবিষ্যতে আমার নজর থাকবে। তাই এখনই সিদ্ধান্ত নিচ্ছি। এতে আমার গোটা দল এবং ব্যবসায় জড়িত সঙ্গীদের সুবিধা হবে।’’ নিউ ইয়র্কে তাঁর দলের সব সদস্যের সঙ্গে ইভাঙ্কা দেখা করতে চান। ফ্যাশন সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়বে ১৮ জনের উপরে। ট্রাম্পের পরামর্শদাতা হিসেবে কাজ করার আগেই নিজস্ব ব্র্যান্ডের জন্য সমালোচনার মুখে পড়েন ইভাঙ্কা। ট্রাম্পের উপদেষ্টা হওয়ার পরে সমালোচনার মাত্রা বেড়েছে।