Israel-Hamas Conflict

‘এই তো সবে শুরু’! গাজ়ায় ইজ়রায়েলি হানার কারণ ব্যাখ্যা করে হামাসকে ফের হুঙ্কার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

নেতানিয়াহু জানান, প্যালেস্টাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাসের উপর আক্রমণ ক্রমশই জোরদোর করবে ইজ়রায়েল। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ই‌জ়রায়েলের আক্রমণ কখনও থামবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:০৭
Share:
Israel’s Prime Minister Benjamin Netanyahu warns deadly Gaza strikes

গাজ়ায় ইজ়রায়েলি হামলা নিয়ে মুখ খুললেন বেঞ্জামিন নেতানিয়াহু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত ৪৮ ঘণ্টায় ইজ়রায়েলি সেনা হামলায় তছনছ অবস্থা গাজ়ার। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শত শত প্যালেস্টাইনির মৃত্যুর সাক্ষী গাজ়া। এই হামলা নিয়ে এ বার মুখ খুললেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বললেন, ‘‘এই তো সবে শুরু’’!

Advertisement

এক অনুষ্ঠানে যোগ দিয়ে নেতানিয়াহু জানান, হামাসের উপর আক্রমণ ক্রমশই জোরদোর করবে ইজ়রায়েল। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ই‌জ়রায়েলের আক্রমণ কখনও থামবে না। তাঁর কথায়, ‘‘গত ২৪ ঘণ্টায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাস বুঝতে পেরেছে আমাদের বাহিনী কতটা ওজনদার। আমি বলতে চাই এটা সবে শুরু। লক্ষ্যপূরণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’’ কী কী লক্ষ্য নিয়েছেন, তা-ও ব্যাখ্যা করেন ইজ়রায়েলির প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমাদের সকল পণবন্দির মুক্তি, এবং হামাসকে শেষ করাই লক্ষ্য।’’

গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেঙে রমজ়ানের মধ্যেই গাজ়ায় একতরফা হামলা শুরুর কারণ হিসাবে অবশ্য ‘হামাসের সন্ত্রাসবাদী তৎপরতা’ রোখার যুক্তি দিয়েছে তেল আভিভ। ইজ়রায়েলি সরকার জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। বাকি পণবন্দিদের মুক্তি দিতেও চায়নি তারা। তার জবাব দিতেই এই হামলা, জানিয়েছে তেল আভিভ। নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক ভেস্তে যাওয়ার মূলেই রয়েছে হামাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement