বেঞ্জামিন নেতানিয়াহু এবং রিচেপ তায়িপ এর্ডোগান। ছবি: এক্স (সাবেক টুইটার)।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের বিরুদ্ধে। ঘটনার জেরে তেল আভিভের তুরস্ক দূতাবাসের এক শীর্ষস্থানীয় কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইজ়রায়েলের বিদেশমন্ত্রী ইজ়রায়েল কাৎজ়়।
ইহুদি সংবাদ সংস্থা ‘জুইশ ন্যাশনাল সিন্ডিকেট’-এর দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ’র প্রচার সভায় গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলার এবং প্যালেস্টাইনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করতে গিয়ে ওই হুমকি দেন এর্ডোগান। নেতানিয়াহুর নাম করে বলেন, ‘‘ওঁকে আল্লার কাছে পাঠিয়ে দেব।’’
ইজ়রায়েলের বিদেশমন্ত্রী ইজ়রায়েল কাৎজ়় মঙ্গলবার তুরস্কের সহকারী রাষ্ট্রদূতকে তলব করার ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডলে এর্ডোগানের উদ্দেশে লেখেন, ‘‘আপনার হামাসের বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাঁরা সমর্থন করেন, তাঁদের কথা শুনবেন এমন কোনো ঈশ্বর নেই।’’
এর পরেই তুরস্কের বিদেশ মন্ত্রকের তরফে ইজ়রায়েলি পদক্ষেপের কড়া নিন্দা করা হয়। প্রসঙ্গত, কয়েক মাস আগে হামাসের প্রশংসা করে এর্ডোগান বলেছিলেন, ‘হামাস কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, প্যালেস্তিনীয় স্বাধীনতাপন্থীদের সংগঠন। তাঁরা প্যালেস্তিনীয় ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।’’ এর পরেই আঙ্কারা বনাম তেল আভিভ কূটনৈতিক টানাপড়েন শুরু হয়।