ছবি: সংগৃহীত।
রাতের অন্ধকার চিরে গাজ়ার রাস্তায় এগিয়ে চলেছিল অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি। নিশানা করে ইজ়রায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। উদ্ধারকারী দলের ১৫ জন প্রাণ হারান ২৩ মার্চের সেই ঘটনায়। ইজ়রায়েলের দাবি ছিল, গাড়িগুলির আলো জ্বলছিল না। গায়ে দমকল বা অ্যাম্বুল্যান্সের চিহ্ন ঠিকমতো ছিল না। তাতেই ভুল বোঝাবুঝি। কিন্তু নিহতদের এক জনের মোবাইল ফোন থেকে মিলল একটি ভিডিয়ো। তাতেই স্পষ্ট, মিথ্যে বলেছে ইজ়রায়েল।
ভিডিয়োটি প্রকাশ্যে এনেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি’ (পিআরসিএস)। তাতে দেখা যাচ্ছে, অন্ধকার চিরে এগোচ্ছে গাড়িগুলি। হেডলাইট ও ইমার্জেন্সি ফ্ল্যাশ লাইট জ্বলছে। গাড়িগুলির গায়ে স্পষ্ট চিহ্ন রয়েছে। এই অবস্থায় আচমকাই হামলা। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরে আইডিএফ-এর বক্তব্য, ‘‘ইন্টারনেটে ছড়িয়ে পড়া সব তথ্য, গভীরে গিয়ে তদন্ত করে দেখা হবে।’’
ইজ়রায়েলের সদিচ্ছা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। যে জায়গায় ঘটনাটি ঘটেছিল, সেখানে যেতে দেওয়া হচ্ছিল না আন্তর্জাতিক সংগঠনগুলোকে। বহু দিন পরে তারা যখন অনুমতি পায়, তখন বালির মধ্যে চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় ৮ স্বাস্থ্যকর্মী, ৬ উদ্ধারকর্মী ও রাষ্ট্রপুঞ্জের এক কর্মীর।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে