এ বার আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল আইএস

এ বার আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। বেছে বেছে ফ্রান্সের আরও কয়েকটি ঐতিহ্যবাহী ভবনও ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ১৯:৫৭
Share:

এ বার আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। বেছে বেছে ফ্রান্সের আরও কয়েকটি ঐতিহ্যবাহী ভবনও ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

Advertisement

একটি ভিডিও ফুটেজে কালো মুখোশ পরা, কালাশনিকভ রাইফেল হাতে ধরা এক জঙ্গিকে ওই হুমকি দিতে দেখা গিয়েছে। ওই জঙ্গি ভিডিওয় কথা বলছিল ফরাসি ভাষায়।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া অল্যাঁর উদ্দেশ্যে দেওয়া ওই হুমকিতে বলা হয়েছে, ‘‘আমরা আবার ফিরছি। তোমার দেশকে ধ্বংস করে দিতে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। ফ্রাসোঁয়া, তুমি নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। কিন্তু এই যুদ্ধ তুমি কোনও দিনই জিততে পারবে না। তুমি মানুষকে বলছ বটে, যুদ্ধটা তুমি জিতবে। কিন্তু যুদ্ধটা আমরাই জিতব। জিততে আমাদের হবেই, কারণ, আমরা ঈশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’’

Advertisement

এখানেই শেষ নয়। ওই ভিডিওয় এর পর জঙ্গিটিকে বলতে শোনা গিয়েছে, ‘‘এ বার আমরা যা ঘটাব, তা তুমি কল্পনাও করতে পারছ না।’’

ওই হুমকি ভিডিও-র পাশাপাশি আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে আইফেল টাওয়ার। হলিউডের ২০০৯ সালের একটি ফিল্ম থেকে নেওয়া হয়েছে আইফেল টাওয়ার ভেঙে পড়ার ফুটেজ।

দেখুন, আইএসের সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement