যাতে কেউ তাকে ‘নির্বিষ’ না ভাবে! যাতে কেউ না ভাবে, ইরানের সব ‘নখ-দাঁত’ই তুলে নেওয়া হয়েছে!
তাই দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে দূর পাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল তেহরানের সেনাবাহিনী ‘ইরান রেভোলিউশনারি গার্ড’। সে দেশের সরকারি সংবাদ সংস্থা মঙ্গলবার এই খবর দিয়েছে।
আরও পড়ুন- সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় নিহত ১৫০ আল-শাবাব যোদ্ধা
ইরান যাতে গোপনে পরমাণু অস্ত্র বানাতে না পারে, সে জন্য তেহরানে মজুত তেজস্ক্রিয় ইউরেনিয়ামের পুরোটাই মাসখানেক আগে রুশ জাহাজে চাপিয়ে ইরান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
ওই ঘটনার পর ইসলামি দুনিয়ার কাছে এই বার্তা পৌছে গিয়েছিল যে, রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে রাষ্ট্রপুঞ্জকে পাশে নিয়ে এ ভাবেই ইরানকে কার্যত ‘খোঁড়া’ করে দিল আমেরিকা।
তেহরান আজ প্রমাণ করার চেষ্টা করল, তার পরেও তারা ‘নির্বিষ’ হয়নি।