S. Jaishankar

নেপালের মন্দিরে সফর শেষে পুজো জয়শঙ্করের

শুক্রবার কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দু’দেশের মঙ্গল কামনায় একটি চারাগাছ রোপণও করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ০৮:০৯
Share:
An image of S Jaishankar

ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। —ফাইল চিত্র।

নেপাল সফরের শেষ দিন, শুক্রবার কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দু’দেশের মঙ্গল কামনায় একটি চারাগাছ রোপণও করেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের দু’দেশের মঙ্গল এবং বন্ধনের জন্য প্রার্থনা করেছি।”

এর আগে কাঠমান্ডুতে ভারত-নেপাল যৌথ কমিশনের সপ্তম বৈঠকে জয়শঙ্কর ও নেপালের বিদেশমন্ত্রী এন পি সৌদ যৌথ ভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যুৎ সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি চুক্তি ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বিনিয়োগ বৃদ্ধির চুক্তি স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ও এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্রও স্বাক্ষরিত হয়।

তিন মাস আগে ১২টি চুক্তি সই করেছে চিন ও নেপাল। চিন-নেপাল সেই ঘনিষ্ঠতা অস্বস্তির কারণ সাউথ ব্লকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসেবে জয়শঙ্কর দু’দিনের সফরে সেই অস্বস্তি কাটানোর চেষ্টা করেছেন, মত কূটনীতিকদের। নিজস্ব সংবাদদাতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন