ভারতীয় কূটনীতিক এম আনন্দ প্রকাশের বৈঠকে তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: এক্স।
আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করল ভারত। রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক হয় ভারতীয় কূটনীতিক এম আনন্দ প্রকাশের। সম্প্রতি বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিভাগের যুগ্মসচিব হিসাবে দায়িত্ব দিয়েছেন তিনি। ঘটনাচক্রে, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জন নিরস্ত্রের মৃত্যুর কয়েক দিন পরেই এই তালিবানের সঙ্গে বৈঠক হল কাবুলে।
বৈঠকে কোন কোন বিষয় নিয়ে উভয়ের আলোচনা হয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তালিবান সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দু’পক্ষের মধ্যে ‘সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে কথাবার্তা হয়েছে। তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী সমাজমাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে লিখেছেন, “বৈঠকে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, এবং দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির উপর আলোচনা হয়েছে।” তবে ওই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ভারত সরকারের তরফেও এখনও পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে আঘাত এবং প্রত্যাঘাত শুরু করেছে। ভারতের অভিযোগ, কয়েক জন স্থানীয় লোক ওই হামলায় জড়িত থাকলেও বেশির ভাগই পাকিস্তান থেকে এসেছিল। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহেই নয়াদিল্লিতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের ডেকে পাঠিয়ে পরিস্থিতির বিবরণ দিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। এ বার কাবুলে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় কূটনীতিকের সঙ্গে আলোচনা সারলেন তালিবান মন্ত্রী।