Indian Origin Man Killed in US

শিকাগোয় ২৮ বছরের ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুন, এখনও অধরা অভিযুক্ত

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এক পুরুষ এবং এক মহিলাকে পালিয়ে যেতে দেখেছিলেন তাঁরা। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিলাকে শনাক্ত করা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৭:৪০
Share:
আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুনের অভিযোগ।

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুনের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আমেরিকার শিকাগোয় ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল। ১৬ এপ্রিল শিকাগোর লিঙ্কন পার্কে ২৮ বছরের কেভিন পটেলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসার সময়ে মৃত্যু হয় কেভিনের। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কেন কেভিনকে গুলি করা হয়েছে, তা-ও স্পষ্ট নয় তাদের কাছে।

Advertisement

শিকাগো পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ শিকাগোর ওই পার্কে কেভিনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। ঘটনাস্থলের কাছেই বাড়ি গ্যারেট মুরের। তিনি গুলির শব্দ শুনে ছুটে এসে দেখেন, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তখনও দেহে প্রাণ ছিল। গ্যারেট তাঁর বুকে ক্ষতের জায়গায় তোয়ালে চেপে ধরেন। তার পরে পুলিশকে ফোন করে খবর দেন তিনি। পুলিশ এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। সে সময় কেভিনের পরিচয় জানা ছিল না পুলিশের। পরে খোঁজ খবর নিয়ে মৃতের পরিচয় জানতে পারে তারা। তার পরেই তদন্ত শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এক পুরুষ এবং এক মহিলাকে পালিয়ে যেতে দেখেছিলেন তাঁরা। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিলাকে শনাক্ত করা গিয়েছে বলে জানিয়েছে সংবাদসমাধ্যম এবিসি৭। ঘটনাস্থল থেকে একটি পোশাকও মিলেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement