সন্ত্রাসের মোকাবিলা করতে এশীয় দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও বাড়াবে কেন্দ্রীয় সরকার। চিনের দিকেও সহযোগিতার হাত বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে মালয়েশিয়ার ও ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মোদী। মালয়েশিয়া সফরের পর দু’দিনের সফরে সিঙ্গাপুর গিয়েছেন মোদী। শুধুমাত্র মালয়েশিয়া নয়, বৈচিত্র সত্ত্বেও ভারত-চিন দু’দেশই মিলিত হয়ে উন্নয়নমূলক কাজ করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
মোদীর মালয়েশিয়া সফরের তৃতীয় তথা শেষ দিন ছিল সোমবার। এ দিন সফরের শেষে কুয়ালা লামপুরের অদূরে পাত্রাজায়া শহরে যান মোদী। প্যারিস-বেইরুট-মালিতে একের পর এক হামলার ঘটনায় ফের এক বার উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভারত ও আফগানিস্তানে বার বার জঙ্গিহানার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সন্ত্রাস প্রশ্নে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজাকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। ধর্মের সঙ্গে সন্ত্রাসের যে কোনও যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষা ছাড়াও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য-সহ বিনিয়োগকে নয়া উচ্চতায় নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী।