UNHRC

India Vs. Pakistan: পাকিস্তান ‘ব্যর্থ রাষ্ট্র’, ইমরানের দেশ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে সটান বলল মোদীর ভারত

জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের ৪৮ তম অধিবেশনে পাকিস্তানকে এই ভাষাতেই তোপ দাগেন ভারতের প্রতিনিধি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৪
Share:

পাকিস্তানকে তুলোধোনা ভারতের। ফাইল ছবি।

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা ভারতের। পাশাপাশি আফগানিস্তান পরিস্থিতির প্রেক্ষিতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)কে ভারতের কটাক্ষ, ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলার নৈতিক অধিকারই নেই ওআইসি-র।

সম্প্রতি জেনেভায় বসেছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশন। সেই সভায় পাকিস্তানকে তীব্র কটাক্ষে বিঁধেছেন ভারতের প্রতিনিধি। প্রতিবেশী রাষ্ট্রকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ দেগে ভারতের প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, ‘রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের দেওয়া মঞ্চের অপব্যবহার করে ধারাবাহিক ভাবে ভারতের বিরুদ্ধে মিথ্যে এবং দূষিত প্রচার চালিয়ে যাচ্ছে পাকিস্তান।’

Advertisement

গোলমালের সূত্রপাত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার প্রধান মিশেল ব্যাশেলেটের একটি মন্তব্যের প্রেক্ষিতে। ইউএপিএ-সহ ভারতের একাধিক কড়া আইনের কথা উল্লেখ করে তিনি ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন। তারই উত্তর দিতে গিয়ে, পাকিস্তান এবং মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি-কে টেনে আনেন ভারতের প্রতিনিধি। বলেন, ‘‘দেশের ভিতরে এবং দখলীকৃত এলাকায় যে ভাবে পাকিস্তান সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা করে যাচ্ছে, তা কারও নজর এড়ায়নি।’’

এখানেই শেষ নয়, পাকিস্তান কী ভাবে রাষ্ট্রপুঞ্জের মঞ্চ ব্যবহার করে লাগাতার ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে যাচ্ছে তা-ও তুলে ধরেন। এর পর খানিক কটাক্ষের সুরে বলেন, ‘‘পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের থেকে ভারতের কিছুই শেখার নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement