দেখে মনে হতেই পারে যে জলের উপর দিয়েই হেঁটে চলে বেড়াচ্ছেন এক ব্যক্তি। আসলে প্রচণ্ড ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছে গোটা বাঁধের জল। এ ছবি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এ ছবি আমেরিকার উটার পাইনভিউ বাঁধের। প্রচণ্ড ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছে গোটা বাঁধের জল।
ছবি ধরা পড়েছে জাস্টিন ম্যাকফারল্যান্ড নামে এক ব্যক্তির ড্রোন ক্যামেরায়।
তিন দিন আগে নিজের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঠান্ডায় জমে যাওয়া পাইনভিউ বাঁধে স্কেটিংয়ের একটি ভিডিও পোস্ট করেন জাস্টিন যা এখনও পর্যন্ত দেখেছেন প্রায় ৬০ হাজার মানুষ।
এই পাইনভিউ বাঁধ ওগডেন নদী প্রকল্পের অন্তর্গত। ওই এলাকার তাপমাত্রা এখন হিমাঙ্কের ৪ ডিগ্রি নীচে। জমে বরফ হয়ে গিয়েছে বাঁধের জল।