Smuggling

নগদ ১৭ কোটি টাকা, ৫ কোটির সোনা-সহ জাম্বিয়া বিমানবন্দরে ধৃত ভারতীয়! যাচ্ছিলেন দুবাই

ডিইসি সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১৭ কোটি টাকা নগদ এবং ৪ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১১:২৪
Share:
উদ্ধার হওয়া সেই টাকা। ছবি: সংগৃহীত।

উদ্ধার হওয়া সেই টাকা। ছবি: সংগৃহীত।

কোটি কোটি নগদ টাকা এবং সোনা পাচারের অভিযোগে জাম্বিয়ার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল এক ভারতীয় যুবককে। কেনেথ কাউন্ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে ড্রাগ এনফোর্সমেন্ট কমিশন (ডিইসি)-এর আধিকারিকেরা।

Advertisement

ডিইসি সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ২০ লক্ষের বেশি মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা নগদ এবং পাঁচ লক্ষ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ডিইসি আধিকারিকদের কাছে আগেই খবর ছিল বিমানবন্দর থেকে কোটি কোটি টাকা এবং সোনা পাচার হতে পারে। ফলে কড়া নজরদারি চালাচ্ছিলেন ডিইসি-র আধিকারিকেরা। তখনই ওই যুবক গ্রেফতার হন।

ডিইসি সূত্রে জানানো হয়েছে, কোথা থেকে এই টাকা এবং সোনা নিয়ে আসছিলেন, কোথায় পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, যাঁরা এই চক্রের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তদন্তকারীরা জানিয়েছেন, কালো ব্যাগে ভরে একটি সুটকেসে করে টাকা এবং সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল।

Advertisement

বছর দুয়েক আগেও পাঁচ জন মিশরীয় টাকা এবং সোনা পাচারের সময় গ্রেফতার হয়েছিলেন জাম্বিয়ায়। তাঁদের কাছ থেকে ১২৭ কেডি সোনা এবং পাঁচ কোটি টাকা উদ্ধার হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement