International News

কাশ্মীর নিয়ে পাক সরকার চুপ কেন, ক্ষুব্ধ হাফিজ সইদ

শুধু দু-চার কথা বলেই ছেড়ে দিলে হবে না, কাশ্মীরিদের বোঝাতে হবে পাকিস্তান তাঁদের পাশে আছে। কিন্তু পাক সরকার তা না করে কাশ্মীর নিয়ে নরম মনোভাব দেখাচ্ছে। শুক্রবার নওয়াজ সরকারের বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন জামাত-উদ-দাওয়ার প্রধান ও মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ১৭:২৬
Share:

হাফিজ সইদ। ফাইল চিত্র।

শুধু দু-চার কথা বলেই ছেড়ে দিলে হবে না, কাশ্মীরিদের বোঝাতে হবে পাকিস্তান তাঁদের পাশে আছে। কিন্তু পাক সরকার তা না করে কাশ্মীর নিয়ে নরম মনোভাব দেখাচ্ছে। শুক্রবার নওয়াজ সরকারের বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন জামাত-উদ-দাওয়ার প্রধান ও মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ।

Advertisement

বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীর যে ভাবে অশান্ত হয়ে ওঠে, সেই সুযোগ নেয় পাকিস্তান। ভারত সরকারই যে কাশ্মিরীদের এই অবস্থার জন্য দায়ী সেই বার্তাও দিয়েছিলেন নওয়াজ শরিফ। তিনি বার বার বোঝানোর চেষ্টা করেন প্রয়োজনে পাকিস্তান কাশ্মীরিদের সহযোগিতা করবে। কিন্তু পাক সরকারের সেই চেষ্টা খুব একটা কাজে আসেনি। আর তাতেই রেগে আগুন হাফিজ সইদ। কাশ্মীরিদের বোঝাতে যে পাক সরকার ব্যর্থ সেই কথাই বলেছেন সইদ। সে কারণেই তিনি পাক সরকারকে পরামর্শ দেন, কাশ্মীরিদের পাশে থাকার কথা শুধু মুখে বললেই হবে না, কাজে করে দেখাতে হবে।

আরও খবর...

Advertisement

অপারেশন ব্লু স্টার, নথি সরিয়েছে ব্রিটেন, দাবি গবেষকের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement