আইএস জঙ্গিদের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করল অ্যানোনিমাস

এ বার ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি সাইবার যুদ্ধ ঘোষণা করল হ্যাকার কালেকটিভ ‘অ্যানোনিমাস’। একটি ওনলাইন ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে প্যারিসে ১২৯ জন নিরীহ মানুষ খুনের বদলা তারা নেবেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১৯:৪৫
Share:

এবার ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি সাইবার যুদ্ধ ঘোষণা করল হ্যাকার কালেকটিভ ‘অ্যানোনিমাস’। একটি অনলাইন ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে প্যারিসে ১২৯ জন নিরীহ মানুষ খুনের বদলা তারা নেবেই।

Advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে অ্যানেনিমাসদের বিখ্যাত মুখোশ পরে একজন জানাচ্ছেন আইএস জঙ্গিদের শেষ দেখে তারা ছাড়বেন। রীতিমত হুমকির সুর শোনা গেছে তাঁর গলায়। ফরাসি ভাষায় তিনি বলেছেন ‘‘এই ধরণের হামলা ক্ষমাহীন। শাস্তি ওদের পেতেই হবে’’।

আইএস জঙ্গিদের প্রতি অ্যানোনিমাসদের বার্তা ‘‘যুদ্ধটা শুরু হয়ে গেছে। একের পর এক সাইবার অ্যাটাকের জন্য এবার তোমরা প্রস্তুত থাকো।’’

Advertisement

অ্যানোনিমাস আসলে কম্পুউটার হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন। অ্যানোনিমাসরা নিজেদের অবশ্য অ্যাক্টিভিস্ট বলতে পছন্দ করেন। এর আগে বহু ‘বিখ্যাত’ সাইবার অ্যাটাকের দায় স্বীকার করেছে অ্যানোনিমাস।

দেখুন অ্যানোনিমাসদের সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement