এবার ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি সাইবার যুদ্ধ ঘোষণা করল হ্যাকার কালেকটিভ ‘অ্যানোনিমাস’। একটি অনলাইন ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে প্যারিসে ১২৯ জন নিরীহ মানুষ খুনের বদলা তারা নেবেই।
ভিডিওটিতে দেখা যাচ্ছে অ্যানেনিমাসদের বিখ্যাত মুখোশ পরে একজন জানাচ্ছেন আইএস জঙ্গিদের শেষ দেখে তারা ছাড়বেন। রীতিমত হুমকির সুর শোনা গেছে তাঁর গলায়। ফরাসি ভাষায় তিনি বলেছেন ‘‘এই ধরণের হামলা ক্ষমাহীন। শাস্তি ওদের পেতেই হবে’’।
আইএস জঙ্গিদের প্রতি অ্যানোনিমাসদের বার্তা ‘‘যুদ্ধটা শুরু হয়ে গেছে। একের পর এক সাইবার অ্যাটাকের জন্য এবার তোমরা প্রস্তুত থাকো।’’
অ্যানোনিমাস আসলে কম্পুউটার হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন। অ্যানোনিমাসরা নিজেদের অবশ্য অ্যাক্টিভিস্ট বলতে পছন্দ করেন। এর আগে বহু ‘বিখ্যাত’ সাইবার অ্যাটাকের দায় স্বীকার করেছে অ্যানোনিমাস।
দেখুন অ্যানোনিমাসদের সেই ভিডিও