এক্কেবারে নিখুঁত ভঙ্গি। ঠিক যেন ট্রেনিং নেওয়া কোনও পাকা ডান্সার। বাথটাবে আপন মনে, প্রাণের আনন্দে কী নাচটাই না নাচল সে। কে? জোলা!
টেক্সাসের ডালাস চিড়িখানায় ‘বাসিন্দা’ জোলা। ১৪ বছর বয়সী এই গোরিলাই এখন ইন্টারনেট সেনসেশন। জোলার ‘কুল মুভস’ই তাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছে। সম্প্রতি ইউটিউবে আপলোড হয়েছে একটি ভিডিও। নেটদুনিয়ায় তা ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পূর্নবয়স্ক গোরিলাকে নীলরঙা একটি প্লাস্টিকের বাথটাবে স্নান করতে দেওয়া হয়েছে। জল দেখে আর নিজেকে সামলাতে পারেনি সে।
নীল টাবে স্নান করতে নেমেই জোলা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। নিজস্ব ঢঙে নেচেও নিল এক চোট। পুরো দৃশ্যটি ক্যামেরা বন্দি করলেন চিড়িয়াখানার এক কর্মী অ্যাশলে ওর। গত ২০ জুন এই মজার ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেন ডালাস চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফ্রিজ থেকেই অগ্নিকাণ্ড গ্রেনফেলে
ইতিমধ্যে আট লক্ষ ৭৩ হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। জোলার সেই অঙ্গভঙ্গির সঙ্গে খানিকটা মিল রয়েছে ‘ব্যালে’ ডান্সের। যদিও অ্যাশলে-র দাবি, জোলাকে স্নান করার সময় কোনও ধরনের মিউজিক বাজানো হয়নি। জোলা ঠিক নাচও করেনি। ওর খুব গরম লাগছিল। তাই জল দেখে খেলতে শুরু করেছিল।
সে জোলা নাচ করুক কিংবা খেলা— ভিডিওটি দেখে মজা পেয়েছেন দর্শকরা। ভিডিওটি’র নীচে কেউ কেউ লিখেছেন, ‘‘সুখী গোরিলা।’’ কেউ আবার লিখেছেন ‘‘ভিডিওটা দিনটিকেই বদলে দিল।’’
দেখুন সেই ভিডিও