কে জানত, উৎসবের আমেজ নিমেষেই বদলে যাবে বিষাদে! সিলিন্ডারে রান্নার গ্যাস ভর্তি করার সময় ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হল অন্তত ১০০ জনের। বৃহস্পতিবার সকালে নাইজেরিয়ার একটি ক্রিশ্চিয়ান কলোনিতে দুর্ঘটনাটি ঘটেছে।
ক্রিসমাস, তাই অন্য দিনের থেকে একটু বেশিই লাইন পড়েছিল গ্যাস প্ল্যান্টের বাইরে। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০০ জনের মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের বেশির ভাগেরই দেহ শনাক্ত করা যায়নি। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
পড়ুন: সৌদি হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ ২৫ রোগী
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ প্ল্যান্টে গ্যাস ভর্তি করতে আসে ট্যাঙ্কারটি। গ্যাস ভরা শেষ করে সঙ্গে সঙ্গেই ট্যাঙ্কারটি প্ল্যান্ট ছেড়ে বেরিয়ে যায়। নিয়ম মতো ঠাণ্ডা হওয়ার জন্য বিন্দুমাত্র সময়ও দেয়নি। সে কারণেই আগুন ধরে বিস্ফোরণ হয় বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
দেখুন ভিডিও: