ছুরি হাতে গির্জায় ঢুকে বেশ কয়েক জনকে পণবন্দি করে ফেলেছিল সশস্ত্র দুই দুষ্কৃতী। মঙ্গলবার সকালে ফ্রান্সের নরম্যান্ডি এলাকার রাওয়েন-এর ঘটনা। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে গুলিতে দুই আততায়ীর মৃত্যু হয়েছে। কিন্তু তার আগেই ছুরি দিয়ে এক জন পণবন্দিকে মেরে ফেলে তারা।
সেই সময় চার্চে যাজক-সহ ৬ জন ছিলেন। ছিলেন দুই সন্ন্যাসিনী। আততায়ীরা পণবন্দি করার পরেই তাঁদের এক জন পালিয়ে গিয়ে বিপদঘণ্টা বাজান। ফ্রান্সের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, চার্চ থেকে বেশ কয়েক বার গুলির আওয়াজও শোনা যায়। পুলিশ খবর পেয়ে চার্চে পৌঁছয়। আততায়ীদের মেরে ফেলার আগেই প্রাণ যায় এক পণবন্দির। কী দাবি নিয়ে ওই দুই দুষ্কৃতী তাঁদের পণবন্দি করা হয়েছিল, সে ব্যাপারে এখনও কিছু বলেনি পুলিশ পুলিশ। তবে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁ বলেছেন, এটা জঙ্গি হামলা তো বটেই, এর সঙ্গে আইএস যোগও রয়েছে। গোটা ফ্রান্স জুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ফ্লোরিডার নাইটক্লাবে ফের হানা, নিহত ২