জ্বালানির মূল্যবৃদ্ধিতে হিমশিম অটোচালকেরা। ১২ ঘণ্টা লাইন দিয়ে মিলছে তেল। শ্রীলঙ্কায়। ছবি: রয়টার্স।
জ্বালানির অভাব গ্রাস করেছে দেশের অর্থনীতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীদের জন্য বিনামূল্যে সাইকেল পরিষেবা শুরু করল শ্রীলঙ্কার প্রধান বন্দর। যাতে পেট্রলচালিত যানের সাহায্য ছাড়াই কাজ চালিয়ে যেতে পারেন তাঁরা।
পরিত্যক্ত রেল লাইনকে সাইকেল ট্র্যাকে পরিণত করা হয়েছে। জানালেন শ্রীলঙ্কার বন্দর কর্তৃপক্ষ। রাজধানী কলোম্বোতে অবস্থিত প্রায় ৪৬৯ হেক্টর জুড়ে তৈরি ওই বন্দর এই নয়া পন্থা অবলম্বন করলেও বন্দরের চেয়ারম্যান প্রশান্ত জয়মান্নার বক্তব্য, ‘‘বন্দরে জ্বালানির টানাটানি এখনও তেমন প্রভাব ফেলেনি।’’ যাঁদের জ্বালানির প্রয়োজন হচ্ছে মজুত রাখা জোগান থেকেই তাঁদের সরবরাহ করা হচ্ছে। জ্বালানির অভাবকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি বন্দরের কাজকর্মে কোনও প্রভাব ফেলতে পারেনি বলেই জানান জয়মান্না।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।