রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছে বাঘ। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।
রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গরুর পাল, ভেড়ার পাল চলে যেতে হয়তো দেখেছেন। এ রকম ভাবেই যদি সিংহের পাল চলে আসে? তখন কী করবেন? ভেবেছেন কখনও?
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে ঘটল এমনই একটি ঘটনা। সদ্য বৃষ্টি হওয়া রাস্তায় ওই সময় দাঁড়িয়েছিল একাধিক গাড়ি। সেই সব গাড়িতে বসে আছেন পর্যটকরা।তার পর্যটক বোঝাই সেই সব গাড়ির মধ্যে দিয়েই রাজকীয় ভঙ্গিমায় হেঁটে চলেছে চারটি সিংহ। পর্যটকদের ক্যামেরাকে কোনও রকম পাত্তা না দিয়েই লেজ দুলিয়ে আপন রেলায় হেঁটে চলে গেল তারা।
সিংহ দেখতেই এসেছিলেন পর্যটকরা। কিন্তু নাকের ডগা দিয়ে সিংহ বেরিয়ে যাবে এ কথা বোধহয় তারা স্বপ্নেও ভাবেননি। তাই গাড়িতে বসেই সবাই ক্যামেরা বন্দি করল সেই দৃশ্য। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই চালে, ডালে আর ভাইরালে বেঁচে থাকা মানুষ চট করে লুফে নিল সেই ভিডিও ফুটেজ।
আরও পড়ুন: হারিয়ে যাওয়া বাচ্চাকে বাবার কোলে ফিরিয়ে দিল ভাইরাল হওয়া ভিডিয়ো
ঘটনাটি সপ্তাহখানেক আগের। এই এক সপ্তাহে প্রায় ২৫ লক্ষ মানুষ দেখেছেন এটি। ভিডিয়োটি শেয়ার করেছেন প্রায় ৪০ হাজার মানুষ।
আরও পড়ুন: পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী হতে চলেছেন তুলসী গব্বার্ড
(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)