arrest

গ্রেফতার নেপালের প্রাক্তন স্পিকার

নেপালের কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাহারা। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন দেশের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ০৮:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল নেপালের সাংসদের নিম্নকক্ষের প্রাক্তন স্পিকার, কৃষ্ণ বাহাদুর মাহারাকে। কপিলাবস্তু থেকে গ্রেফতার করে বিমানে করে কাঠমান্ডুতে আনা হয়েছে তাঁকে।

Advertisement

নেপালের কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাহারা। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন দেশের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। আপাতত তাঁকে চার দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই তাঁকে জেরা করা হবে। প্রসঙ্গত, গত বছর ৬১ কিলোগ্রাম সোনা উদ্ধার হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল নেপালে। সে সময় বেশ কিছু মহলে সন্দেহ প্রকাশ করা হয় যে দেশে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন বহু বর্ষীয়ান নেতা। এর পরেই তদন্ত শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement