ইংল্যাল্ডের এসেক্স থেকে চিনের উদ্দেশে প্রথম বারের জন্য রওনা দিল মালবাহী ট্রেন। সোমবার তিরিশটি কামরায় হুয়িস্কি, নরম পানীয়, ভিটামিন এবং ওষুধপত্র-সহ বিভিন্ন ব্রিটিশ সামগ্রী নিয়ে মালবাহী ট্রেনটি চিনের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
দু’দেশের মধ্যে সাত হাজার মাইল দূরত্ব অতিক্রম করতে ওই ট্রেনটি সময় নেবে ১৭ দিন। বিশাল যাত্রাপথে ট্রেনটি পেরোবে কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়াম। আগামী ২৭ এপ্রিল এই মালগাড়িটি চিনের ইউ শহরে গিয়ে পৌঁছাবে।
আরও পড়ুন: কিমের ক্লাস নিতে এগোচ্ছে ট্রাম্পের নৌবহর
চিনের ঝেজিয়াং প্রদেশের পূর্বে অবস্থিত ইউ। চিনের এই শহরটির থেকে লন্ডনের দূরত্ব প্রায় ১২ হাজার কিলোমিটার। শহরটি মূলত একটি বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত। এখানে এসেই যাত্রা শেষ করবে ওই মালবাহী ট্রেন। ঠিক তিনমাস আগে চিন থেকে প্রথম মালবাহী ট্রেন লন্ডনে এসে পৌঁছেছিল।
নয়া এই মালবাহী ট্রেন পরিষেবা চালু হওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন “চিনের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক দৃঢ় এবং ভাল ছিলই। এই ট্রেন দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করল।’’