Pakistan Fire

লাহোর বিমানবন্দরে আগুন, অবতরণের সময়ে জ্বলে উঠল পাক সেনার বিমানের চাকা! বাতিল সব উড়ান

পাকিস্তানের লাহোর বিমানবন্দরে শনিবার সকালে আগুন লেগে গিয়েছে। তার জেরে প্রায় সব বিমান বাতিল করতে হয়েছে। সূত্রের খবর, পাক সেনার একটি বিমান অবতরণের সময়ে তার চাকায় আগুন ধরে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১১:৪৩
Share:
পাকিস্তানের লাহোর বিমানবন্দরে আগুন।

পাকিস্তানের লাহোর বিমানবন্দরে আগুন। ছবি: এক্স।

পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে আগুন লেগে গিয়েছে। তার জেরে ওই বিমানবন্দরের প্রায় সব বিমান বাতিল করতে হয়েছে। সূত্রের খবর, পাক সেনার একটি বিমান অবতরণের সময়ে তার চাকায় আগুন ধরে যায়। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল।

Advertisement

লাহোর বিমানবন্দরের একাধিক ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ছেয়ে গিয়েছে বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ। যাত্রীরা কোনও রকমে দাঁড়িয়ে আছেন। দমকল জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি যে, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ধোঁয়া রয়েছে এখনও। বিমান পরিষেবা আবার কখন স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। যাত্রীরা সমস্যায় পড়েছেন। বিমানবন্দর থেকে ঘোষণা করা হয়েছে, আপাতত কোনও বিমান ছাড়বে না। যে বিমানগুলি লাহোরে নামার কথা ছিল, সেগুলি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

শনিবারের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাক বায়ুসেনার একটি বিমানের চাকায় অবতরণের সময়ে মাটি ছোঁয়ার কিছু আগেই আগুন ধরে যায়। আচমকা আগুন দেখে দমকলে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। জ্বলন্ত চাকা নিয়েই বিমানটি অবতরণ করে। ফলে দ্রুত আগুন আরও ছড়িয়ে পড়ে। কী ভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য পাক আকাশসীমাও বন্ধ করা হয়েছে। দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement