আগুন প্যারিসের রিৎজ হোটেলে

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হল প্যারিসের বিলাসবহুল রিৎজ হোটেলের একাংশ। পুলিশ সূত্রে খবর, আজ স্থানীয় সময় ভোর ৬ টা নাগাদ আগুন লেগে যায় হোটেলের সাত তলায়।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ০২:৪০
Share:

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হল প্যারিসের বিলাসবহুল রিৎজ হোটেলের একাংশ। পুলিশ সূত্রে খবর, আজ স্থানীয় সময় ভোর ৬ টা নাগাদ আগুন লেগে যায় হোটেলের সাত তলায়। ধীরে ধীরে আগুনের গ্রাসে চলে যায় হোটেলটির উপর তলা। তবে মেরামতির জন্য হোটেলটি বন্ধ থাকায় কোনও হতাহতের খবর নেই। দুপুরের মধ্যেই প্রায় ৬০ জন দমকল কর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

১৯৯৭ সালের ৩০ অগস্ট প্যারিসের এই হোটেলেই জীবনের শেষ রাত কাটিয়েছিলেন যুবরানি ডায়ানা। পাঁচতারা এই হোটেল থেকে বেরোনোর পরেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানা এবং তাঁর সঙ্গী ডোডি আল-ফায়েদের। ডোডির বাবা মিশরীয় শিল্পপতি মহম্মদ আল-ফায়েদই এই হোটেলের মালিক।

মঙ্গলবার সকালের শুরুতেই ভেসে ওঠে প্যারিস পুলিশের টুইট, ‘‘রিৎজ-এ বড় আগুন।’’ এই হোটেলটি প্যারিসের প্লাস ভঁদোম এলাকায়। আগুন লাগার ফলে সকালের ব্যস্ত সময়ে বেশ কিছু ক্ষণ বন্ধ থাকে হোটেল সংলগ্ন রাস্তা। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নতুন করে আর তা ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে হোটেল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

Advertisement

মেরামতির জন্য প্রায় তিন বছর বন্ধ রিৎজ হোটেল। এই বছরের শেষের দিকে খোলার কথা পাঁচতারাটির। আগুন লাগায় সেই সম্ভাবনা খানিকটা কমল বলে আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement